বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তেজি আকার ধারণ করছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচিতে | এবারের বিধানসভার নির্বাচনে বসে নেই কোন রাজনৈতিক দল | সিপিআইএম কংগ্রেস জোট হলেও পৃথক পৃথকভাবে প্রচার কর্মসূচিতে নেমেছে দুই দল | কংগ্রেস নিজেদের মতো করে প্রচার করছে, অপরদিকে সিপিআইএমও নিজেদের মতো করেই প্রচার কর্মসূচি জারি রেখেছে | যদিও শাসক বিজেপি দল অনেক আগে থেকেই ময়দানমুখী | বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের মাটি আঁকড়ে ধরে আছেন | প্রতিদিন বেরিয়ে পড়ছেন বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি | মঙ্গলবার বিধানসভা কেন্দ্রের ৫৬ নং বুথ কেন্দ্রের প্রতিটি বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করতে যান ডাক্তার মানিক সাহা | বলেন দারুন সারা পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে | ভোট মানুষ বিজেপিকেই দেওয়ার অঙ্গীকারবদ্ধ |