
স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদের (Divorce) পরেও বাবার সম্পত্তির ওপর অধিকার থাকবে সন্তানের। কোনভাবেই পৈতৃক সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করা যাবে না। একটি মামলার শুনানিতে এমনই রায় দিয়েছে গুজরাত হাইকোর্ট (Gujarat High Court)।
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানে দম্পতি আবেদন ছিল পারস্পরিক সম্মতিতেই বিবাহ বিচ্ছেদ করতে চান। কিন্তু স্বামীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাঁর সম্পত্তিতে সন্তানের অধিকার কমানোর বিষয়ে। সেই মামলার শুনানিতেই হাইকোর্ট এই মর্মে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে, যাতে সন্তান কোনভাবেই ভুক্তভোগী না হয়।
এদিন এক মামলার শুনানিতে গুজরাত হাইকোর্ট বলেছে, যদি কোনও দম্পতির বিবাহবিচ্ছেদ হয়, যদি তাঁরা নতুন জীবন শুরু করেন, তবুও বাবার সম্পত্তিতে অধিকার থাকবে সন্তানের।
দম্পতিকে এই শর্তেই ডিভোর্স করতে হবে যাতে, কোনভাবেই সন্তানদের বঞ্চিত করা যাবে না।
দুটি পৃথক মামলার শুনানিতে আর্জি জানানো হয়েছিল যে, দম্পতিরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ করতে চান, কিন্তু সেখানেই উল্লেখ ছিল বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে না। সেই আর্জি খারিজ করে দেয় আদালত।
এদিনের শুনানিতে বিচারপতি সনিয়া গোকানি ও বিচারপতি হেমন্ত প্রচ্ছকের ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার সময় বলে, মামলাকারী (স্বামী) নিজের স্থাবর সম্পত্তির থেকে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অধিকার হ্রাসের জন্য আবেদন জানিয়েছিল। যা খারিজ করা হয়েছে।