রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করো, আমিই রক্ষা করবো”। ভক্তের জন্য ভগবান তার কৃপা বর্ষণ করেন। আকাশে মেঘ ঘুরে বেড়ায় কিন্তু সেই মেঘ সব জায়গায় বর্ষিত হয় না। বাবা শ্রী শ্রী লোকনাথ করুণার মেঘ বর্ষণ করে গেছেন সর্বত্র।তেসরা জুন শনিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩ তম তিরোধান দিবস।প্রসঙ্গত, পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার চৌরাশীচাকলা গ্রামে ধর্মপ্রান রাম নারায়ণ ঘোষাল শ্রীমতি কমলা দেবী বাস করতেন। বাংলা ১১৩৭ খ্রিষ্ট্রাব্দে ১৮ই ভাদ্র ১৭৩০ খ্রিঃ শুভ জন্মাষ্টমী তিথিতে লোকনাথ জন্মগ্রহন করেন। জন্মের পূর্বেই পিতা-মাতা লোকনাথকে ঈশ্বরে দান করার মনস্থির করেন।প্রতি বছরের মত এবছরও রাজধানীর লোকনাথ মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস পালন করা হয় বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে। সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে পূজার্চনা। দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে জড়ো হয়।তিরোধান দিবস উপলক্ষে দু’দিন ব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।