বিশালগড় থানা দিন হরিশনগর চা বাগান এলাকায় বাম কর্মী বিষ্ণু দেববর্মাকে মারধোর করার অভিযোগ উঠল বিজেপির দিকে। ৮ সেপ্টেম্বর বিশালগড় সিপিএমের ডেপুটেশনের এবং একুশে অক্টোবর আগরতলায় সিপিএমের জনসভায় যাওয়ার অভিযোগ তুলে বিষ্ণ দেববর্মাকে মারধর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। অভিযোগ সিপিএম কর্মী বলে বিষ্ণু দেববর্মার অটো গাড়িও রাস্তায় চলাচল বন্ধ করে দেয়। পাশাপাশি রাতের অন্ধকারে তার বাড়িও পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে বিজিবি কর্মীরা অভিযোগ বাম সমর্থ বিষ্ণু দেববর্মার। আক্রান্ত বিষ্ণু দেববর্মা পুলিশের কাছে অভিযুক্তদের নামধাম দিয়ে মামলা করেন। এখন দেখার কবে নাগাদ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযোগ আগে থেকেই বিষ্ণু দেববর্মা সহ আরো কয়েকজন বাম কর্মীকে মারধর করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি কর্মীরা। অবশেষে রবিবার দুপুর বারোটায় হরিশ নগর চা বাগান এলাকায় বাম কর্মী বিষ্ণু দেববর্মাকে মেরে রক্তাক্ত করা হয়। পাশাপাশি বিজেপি কর্মীরা হুমকি দিয়ে যায় যদি প্রকাশ্যে এবং নিজে আসা হয় রাতের অন্ধকারে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে।