অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় TR03-1084 নম্বরের টিএসআর ৭ নং বাহিনীর একটি বাসের সঙ্গে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাওয়া TR02-G-1902 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে থাকা চালক সহ মোট তিনজন অল্পবিস্তর আহত হয়। আহতরা হলেন, সূরজ রুদ্রপাল (চালক) ২২; মনির উদ্দিন ৩৩; এবং স্বপন রায় ৫২। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে টিএসআর জওয়ান সহ সাধারণ মানুষজন তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তীতে সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা শুরু করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,, আহতরা সকলেই অল্পবিস্তর আহত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 5টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পতাকা উন্মোচন করলেন মোদী
Next post প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই দিশায় কাজ করবে দলঃ রাজীব ভট্টাচার্য
%d bloggers like this: