বর্তমানে মণিপুর রাজ্য জাতিগত দাঙ্গার আগুনে জ্বলছে। এরই মাঝে এই রাজ্যে দুই মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রকাশ্যে নগ্ন করে হাঁটাতে দেখা গেছে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োতে । এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। মনিপুরের ঘটনা সমগ্র জাতির লজ্জা। সমগ্র মাতৃ জাতির প্রতি চরম অপমান। সভ্যতার লজ্জা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীতে ধিক্কার মিছিল সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।এদিন নারী সমিতির পক্ষ থেকে রাজধানীর উত্তর গেইট সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন ধিক্কার মিছিলে অংশ নেওয়া মহিলারা মুখে কালো কাপর বেঁধে এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এদিন মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সরব হন নারী নেত্রীরা।