শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া করইলং এলাকায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার বুকে এক সাড়া জাগানো বিক্ষোভ মিছিল করলো ভারতীয় জনতা যুব মোর্চা ২৮ তেলিয়ামুড়া মন্ডল কমিটি।
উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া করইলং স্কুল চৌমুহনী এলাকায় শনিবার সন্ধ্যায় সিপিআইএম ও বিজেপি’র মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছিল। বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে তেলিয়ামুড়ায় এক জাগানো বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল কমিটি। এদিনের এই বিক্ষোভ মিছিলটি তেলিয়ামুড়া মন্ডল থেকে বের হয়ে তেলিয়ামুড়া শহরের পথ ধরে করইলং হয়ে পুনরায় মন্ডল অফিসের সামনে এসে মিছিলটি পরিসমাপ্তি হয়। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, বিজেপি যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল কমিটির সভাপতি কিঙ্কর দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব’রা।