বিজেপি আইপিএফটি জোটের দ্বিতীয়বার সরকার গঠন হওয়ার পর একত্রিশ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী প্রনজিৎ সিংহ রায় মন্ত্রিপদে পুনরায় স্থান পাওয়ার পর আজ নিজ কেন্দ্রে এলেন । উনাকে স্বাগত জানানোর জন্য হাজারো কর্মী সমর্থকরা বাইক মিছিলের মাধ্যমে রাধা কিশোর পুর মন্ডলের সামনে আনেন। ওদিকে ওনাকে স্বাগত জানান অগণিত মা-বোন এবং রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস। প্রনোজিৎ সিংহ রায়ের সঙ্গে স্বাগত জানানো হয় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা যুব আইকন অভিষেক দেবরায় কেউ । পরবর্তী সময়ে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় রোড শো করেন মন্ত্রী মহোদয়।
