বিজেপি কার্যকর্তার বাড়ি ভাঙচুর, নিশানায় স্বদলীয় লোক
বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নরসিংগড় পশ্চিম বগাদি এলাকার সুকুমার বিশ্বাস সক্রিয় বিজেপি কর্মী। বুধবার রাতে তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। রাতে বাড়ি খালি ছিল। সুকুমার বিশ্বাসের অভিযোগ বিজেপি’র লোকজনই তার বাড়িতে হামলা করেছে।