বিজেপি দলের হিংসাত্মক ঘটনার জেরে এবারে দল ছাড়লেন দলের পৃষ্ঠা প্রমুখ। উল্লেখ্য সোমবার রাতে বক্সনগর বিধানসভা কেন্দ্রের রহিমপুর উত্তর পাড়ায় জনৈক বাবরু মিয়ার বাড়িতে সিপিআইএম এবং কংগ্রেস দলের যৌথ উঠান সভা চলছিল। ঠিক সেই সময়ে বিজেপি দলের পনের থেকে কুড়ি জন লোক গিয়ে বাবরু মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় এবং তার বাড়িতে হামলা করার চেষ্টা করে। যদিও উপস্থিত বাম-কংগ্রেসের নেতা কর্মীরা রুখে দাঁড়াতে লেজ গুটিয়ে পালিয়ে আসে বিজেপির নেতা কর্মীরা। ফলে উভয় দলের এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে ছুটে আসে কলমচৌড়া থানার পুলিশ এবং থানার ওসি প্রশান্ত কুমার দে’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে বিজেপি কর্মীরা তাদের দলীয় বুথ অফিসকে নিজেরাই ভেঙ্গে দিয়ে বাম নেতা কর্মীদের দায়ী করে কলমচৌড়া থানায় অভিযোগ করে। আর এই গোটা সাজানো ঘটনার নিন্দা জানিয়ে এলাকার বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ মানিছ মিয়া সহ তার পরিবার বিজেপি ছেড়ে এলাকার বাম-কংগ্রেস জোটের প্রার্থী সামসুল হকের হাত ধরে সিপিআইএম দলে যোগদান করে। ফলে শাসক দলের এই ন্যাক্কার জনক ঘটনায় এলাকায় ছিঃ ছিঃ রব পড়ে যায়।