পার্শ্ববর্তী বাড়ির বিদ্যুতের আর্থিং বসানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ঘটনা গত শনিবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারিপাড়াস্থিত পুলিশপাড়া এলাকায়। এই ঝামেলাকে কেন্দ্র করে এদিন কৃষ্ণ দত্ত নামে এক ব্যক্তি দা নিয়ে মারতে আসেন প্রদীপ দাস নামে এক ব্যক্তিকে l ঘটনার পর প্রদীপ দাসের নামেই থানায় মামলা করলেন অভিযুক্ত কৃষ্ণ দত্ত l এরপর মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে প্রদীপ দাস ও এলাকাবাসী একত্রে কৃষ্ণ দত্তের বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ করেন। এলাকাবাসীর দাবি অতিসত্বর কৃষ্ণ দত্তকে যেন গ্রেফতার করা হয়। তা না হলে থানার সামনে আন্দোলনে বসবে বলে হুশিয়ারি দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।