আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন এবং প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে খোয়াই জেলা বোম স্কোয়াড কর্মীরা তেলিয়ামুড়া’র বিভিন্ন এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে l মঙ্গলবার সকালে এমনটাই চিত্র পরিলক্ষিত হল।আসন্ন বিধানসভা নির্বাচন এবং প্রজাতন্ত্র দিবসে যাতে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে মূলত বোম স্কোয়াডের পক্ষ থেকে এদিন চালানো হয় কঠোর তল্লাশি অভিযান। এবিষয়ে এক B.D.D.S কর্মী জানান, তেলিয়ামুড়ার স্পর্শকাতর এলাকা গুলিতে বিশেষ করে স্কুল, হাসপাতাল, বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকা গুলিতে বোম স্কোয়াডের কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছে।এই অভিযান জারি থাকবে আগামী দিনও l