
গত রবিবার অর্থাৎ 10 ই ডিসেম্বর 2023 তারিখে হাপানিয়া সৎসংঘ আশ্রমে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন দ্বারা আয়োজিত ফ্রি হেলথক্যাম্প।এদিনের এই বিনামুল্যে হেলথ ক্যম্পের আয়োজনে একাধিক দুঃস্থদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আরোগ্য- দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এদিনের এই হ্যালথ ক্যাম্পে ডঃ দীপা দেববর্মা, ডাঃ বুলবুল দেবনাথ, ডাঃ পায়েল নমশুদ্র চিকিৎসক হিসেবে শিবিরে আসা মানুষদের পরিষেবা প্রদান করেন। এদিনের এই শিবিরে বিনামুল্যে সুগার টেস্ট, রক্ত চাপ পরীক্ষা, ওজন মাপা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের তরফে। উদ্যোক্তারা জানান আগামীদিনে এই ধরনের কর্মসুচী তারা আরও করবেন এবং অন্যান্যদের ও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া উদ্যোক্তারা ধন্যবাদ জানান হাপানিয়া সৎসংঘ আশ্রমের কর্মকর্তাদের।