আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যের গণতন্ত্রের সবচেয়ে বড় বৃহৎ উৎসবের লড়াইয়ে এক ইঞ্চি জমিও যেন ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি ও তাদের মনোনীত প্রার্থীরা। তাই মনোনয়নপত্র দাখিল করেই ভোট প্রচারে নেমে পড়লেন প্রত্যেকে। এক্ষেত্রে পিছিয়ে নেই সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। মঙ্গলবার সকালে এমনটাই দেখা গেল এই কেন্দ্রের বিভিন্ন এলাকায়। সূর্যমনি নগরে এবারও শাসকদল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী। লড়াইটা অনেকটাই এক পেশে হওয়ার ইঙ্গিত বহন করলেও, কেউ যেন ময়দান ছাড়তে নারাজ। কংগ্রেস প্রার্থী প্রথমবারের মতো সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতায়। তাই প্রথমবারেই হেভিওয়েট প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এখন ময়দানে। মঙ্গলবার কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন শ্রী চৌধুরী।অপরদিকে এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী মন্ত্রী রামপ্রসাদ পালও নিজের জয় ধরে রাখতে মরিয়া। দলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিনই পালা করে বাড়ি বাড়ি ছুটছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রকাশ্যে প্রেম চলছে সিপিএম কংগ্রেসের :রাজিব
Next post আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।এই বাজেটে আসতে পারে ৩৬টি বিল।
%d bloggers like this: