ব্যাংক গ্রাহকদের প্রতারিত করে গ্রাহকদের গচ্ছিত অর্থ হ্যাক করে নেওয়ার নতুন কৌশল অবলম্বন করল হ্যাকাররা। এমনই ঘটনা প্রকাশ্যে এলো, বিলোনিয়া শহরের সাড়াসীমা রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে। আজ বেলা তিনটা নাগাদ দক্ষিণ জেলার শাসকের নাম ভাঙ্গিয়ে হিরন্ময় আচার্য্য নামে শিক্ষককে ফোন করল হ্যাকাররা। ওই শিক্ষক ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর বুথের বি এল ও। তিনি জানান ফোন করে উনাকে জানিয়েছেন নতুন ভোটারদের জন্য পুরানো অ্যাপস কাজ করবে না তাই নতুন অ্যাপস ইনস্টল করতে হবে উনার নির্দেশ মোতাবেক। সেই মোতাবেক নতুন অ্যাপস এর কাজ শুরু করলে উনার কাছ থেকে প্যান কার্ড সহ দুটি গুরুত্বপূর্ণ কাগজ আপলোড করতে বলা হয়। এছাড়াও বলা হয় তিনি যেহেতু বি এল ও র কাজ করছেন উনাকে 6000 এর ও কিছু বেশি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। দীর্ঘক্ষণ ধরে জেলা শাসক কোন লাইনে কথা বলছেন এটা হতে পারে না এই বিষয়টি যখন ওনার মাথায় এলো সাথে সাথে উনি ফোনলাইন টি কেটে দিয়ে সরাসরি ডিএম অফিসে এসে ডিএম এর কাছে অভিযোগ জানান। এক্ষেত্রে নিশ্চিত তিনি যে হ্যাকাররা ওনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন। তাই তিনি কোন রকম ঘটনা ঘটার আগে অল্পেতে বেঁচে যান। তাই এই ধরনের ফোন কল থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।