২৩ ফেব্রুয়ারি ৩৭ ঋষ্যমুখ, ৩৫ বিলোনিয়া এবং ৩৪ রাজনগর এই তিনটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মজুদ রয়েছে বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয় স্ট্রং রুমে। বৃহস্পতিবার দুপুরে রাজনগর এবং বিলোনিয়া দুই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যথাক্রমে সুধন দাস এবং দীপঙ্কর সেন স্ট্রং রুম পরিদর্শনে যান। স্ট্রং রুম পরিদর্শন করে এসে জানালেন স্ট্রং রুম নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন কাজ করছেন। নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। অন্যদিকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও স্ট্রং রুম নজরদারিতে রয়েছে নির্বাচন বিধি অনুসারে। সুধন দাস সাংবাদিকদের জানান বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয়ের আগে বাউন্ডারি ওয়াল ছিল। এখন বাউন্ডারি ওয়াল নেই। নিরাপত্তার প্রশ্নে এই বিষয়টা একটু দেখার দরকার। অন্যদিকে অন্যান্য বার ওয়াচ টাওয়ার করা হতো। এবার তা নেই। স্টং রুমের নিরাপত্তা ঠিকঠাক রয়েছে। এদিকে সাংবাদিকরা জয় সম্পর্কে প্রশ্ন করলে সুধন দাস জানান মানুষ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়েছে। বললেন আমি কোন নির্বাচনে এবার নির্বাচনের মতন অবস্থা দেখিনি। ভোর থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্র গুলিতে ব্যাপক সংখ্যায় ভোটার এসে হাজির হয়েছে। এর অর্থ হচ্ছে মানুষ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি এবং বিলোনিয়া কেন্দ্রের প্রার্থী দীপঙ্কর সেন জয় সম্পর্কে নিশ্চিত আশাবাদী।