রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় মণ্ডলের অন্তর্গত ঘনিয়ামারা ইস্কুলে বিজেপির কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত কার্যকরণী প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।তাছাড়া আজ বিশালগড় ঘনিয়ামারা বিজেপির যে কার্যগানে বৈঠক অনুষ্ঠিত হয় তা দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । উক্ত এই কার্যকরণী বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ বিশালগড় মন্ডল প্রভারি অমল দেবনাথ সহ অন্যান্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাবা-মায়ের ডিভোর্স হলেও পৈতৃক সম্পত্তি পাবে সন্তান: গুজরাত হাইকোর্ট
Next post ফের নজরে লাদাখ, ১৬ তম সেনা পর্যায়ের বৈঠকে মুখোমুখি হতে চলেছে ভারত-চিন
%d bloggers like this: