নয়াদিল্লি: বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে শুনানিতে কড়া মন্তব্য করলেন বিচারপতিরা। রাজনৈতিক দলগুলির নিস্ক্রিয়তা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত।

শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই আদালতের পর্যবেক্ষণ—“রাজনৈতিক দল ও তাদের বুথ লেভেল এজেন্ট (BLA)রা কেন নিষ্ক্রিয়? স্থানীয় নেতাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব এতটাই বেড়ে গিয়েছে?”

আদালতে কমিশনের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, বিহারে আঞ্চলিক ও জাতীয় দল মিলিয়ে মোট প্রায় ১ লক্ষ ৬০ হাজার বিএলএ রয়েছেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার বুথে তাঁদের নিযুক্ত করা হয়েছে। কিন্তু এত সংখ্যক এজেন্ট থাকা সত্ত্বেও একজনও সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হননি।

এদিকে আদালতে প্রধান বিরোধী দল আরজেডির হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। পাশাপাশি তৃণমূল-সহ আরও সাতটি রাজনৈতিক দলের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তবে কমিশনের দাবি—এঁরা আসলে সাংসদদের হয়ে এসেছেন, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়।

কমিশনের বক্তব্য, বাদ পড়া ভোটারদের নামের তালিকা ইতিমধ্যেই প্রতিটি থানা ও পঞ্চায়েত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। তবু রাজনৈতিক দলগুলির তরফে কেউ আদালতে অভিযোগ জমা দেননি। কমিশনের দাবি, “কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়েনি, মামলাকারীরা ভিত্তিহীন গল্প সাজাচ্ছেন।”

মামলার পরবর্তী শুনানি হবে ৮ই সেপ্টেম্বর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাল্য বিবাহ রোধে সচেতনতা প্রচার ফটিকরায়, কর্মশালায় যোগ দিলেন মন্ত্রী সুধাংশু দাস
Next post একসাথে সাসপেন্ড ৪ অফিসার, প্রশ্ন উঠছে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে
%d bloggers like this: