ভারতের আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ তম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা- কর্মসূচী ডাক দিয়েছে। এরই সঙ্গে সংহতি রেখে বি.এস.এফ তথা বর্ডার সিকিউরিটি ফোর্স ৮০ নং বাহিনীর তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল সেক্টর হেডকোয়ার্টারের উদ্যোগে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেডকোয়ার্টার থেকে বাহিনীর জওয়ান, উচ্চ-পদস্থ আধিকারিক এবং তাদের কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে এক সুবিশাল তিরাঙ্গা মিছিল অনুষ্ঠিত করে। এর মূল উদ্দেশ্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হর ঘর তিরাঙ্গা কর্মসূচি’কে বাস্তবে সঠিক রুপ দেওয়া।
খাসিয়ামঙ্গল সেক্টর হেডকোয়ার্টার থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমুনী পরিক্রমা করে পুনরায় খাসিয়া মঙ্গল সেক্টর হেডকোয়ার্টারে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।
এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে বি.এস.এফ ৮০ নং বাহিনীর কমান্ডেন্ট দেবরত্ন নেগী, সেকেন্ড কমান্ডেন্ট মনীষ সাক্সেনা, ডেপুটি কমান্ডেন্ড কিশান পাল সহ অন্যান্য আধিকারিকেরা।