ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে নানাবিদ কর্মসূচির আয়োজন করেছে বুদ্ধ কল্যাণ সমিতি | বুদ্ধত্ব লাভ, এবং মহাপরি নির্বাণ বুদ্ধের ২৫৬৭ তম বৈশাখী পূর্ণিমাকে সামনে রেখে বৃহস্পতিবার রাইমাভ্যালি বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে গন্ডাছড়া মহকুমার সমস্ত বৌদ্ধ ধর্মালম্বীরা মিলে সকাল 8 ঘটিকায় মহাকুমার বিভিন্ন পথ ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে পরিক্রমা করে। পাশাপাশি মহকুমা হাসপাতালের দুঃস্থ রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করেছে। বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের উদ্যোগকে আরও বড় ভাবে করার পরিকল্পনা রয়েছে বলে জানান কর্মকর্তারা | সমিতির পক্ষ থেকে পৃথিবীর সকল প্রাণীর মৈত্রীময় মঙ্গল কামনা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বৃহস্পতিবার এন সি সি থানায় ডেপুটেশন দিল সি পি আই এম দল সমর্থিত একটি পরিবার
Next post নিয়োগের দাবীতে রেডিওগ্রাফারদের ডেপুটেশন
%d bloggers like this: