দিন দুপুরে এক বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক এক চোর | ঘটনা প্যালেসকমপাউন্ড এলাকায়। জনৈক আবির ভট্টাচার্যের বাড়িতে দিনের বেলায় হানা দিয়ে মূল্যবান পাইপ রড অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক চোর। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে খবর দেয় থানায় | পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় | তবে চুরি যাওয়া সমস্ত সামগ্রী ফিরে পায় বাড়ির মালিক।