বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে স্টার্ট আপ টক ইংলিশ l
ত্রিপুরায় এই প্রথম স্টার্ট আপ টক ইংলিশ প্রথম বারের মত Google Appscale Academy 2023-এর মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও ত্রিপুরায় প্রথমবারের মত অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে টকইং ইংলিশ।
সাংবাদিক সম্মেলনে এক কর্মকর্তা জানান, tripura first app start up google এ নির্বাচিত হয়েছে l আমরা শুধু ত্রিপুরায় প্রথম হয় নি l উত্তর পূর্বাঞ্চল এর মধ্যে প্রথম হয়েছি বলে তিনি জানান l এর জন্য Google সর্বমোট 100 টি কোম্পানীকে নির্বাচিত করেছে বলে তিনি আরও জানান l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলীর রাজ্য বৈষ্ণব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয়
Next post প্রতি বছরের মত এবছরও<br>কুমারঘাট মহকুমায় শুরু হল চৈএ মেলা।
%d bloggers like this: