বৃহস্পতিবার এন সি সি থানায় এসে ডেপুটেশন দিল সি পি আই এম দল সমর্থিত একটি পরিবার । রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে প্রতিনিয়ত পূর্ব চানমারী এলাকার বাসিন্দা দেবাশিস বর্মণের পরিবারের লোকজনের উপর হামলা হুজ্জুতির ঘটনা ঘটে চলছে।বুধবার রাতেও আবার হামলা হয়েছে দেবাশিস বর্মণের বাড়িতে । তিনি একবার কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছে।বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তার বাড়িতে একের পর এক হামলার ঘটনা সংগঠিত করে চলেছে বলে অভিযোগ করেন দেবাশিস বর্মণ। এই হামলার ঘটনায় গত ২৮শে এপ্রিল তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোন সদুওর না মেলায় তিনি আজ এন সি সি থানায় এসেছেন বলে জানান।