বৃহস্পতিবার রাতেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হবে ঘূর্ণিঝড় মোখা বা মোচা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় ১৩ মে ভারী বৃষ্টিপাত এবং ১৪ মে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কার রয়েছে। এদিন আগরতলার মেট্রলজিক্যাল সেন্টারে সাংবাদিকদের এই আশঙ্কার কথা জানিয়েছেন আগরতলা মেট্রলজিকাল সেন্টারের অধিকর্তা নাহুশ কুলকার্নি।