বেতাগা সাইনবোর্ড এলাকাথেকে একটি দুর্ঘটনাগ্রস্থ গাড়ীকে উদ্ধার করেনিয়ে আসলো শান্তির বাজার থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার থানার নিকট খবর যায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়ীতে দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়ী লুকিয়ে রাখাহয়েছে। গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দেখতে পায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়ীতে টি আর ০১ বি কে ০৫১০ নাম্বারের একটি গাড়ীকে ডেকে রাখাহয়েছে। গাড়ীটি দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়েযায়। ধারনা করাহচ্ছে গতকালকে পতিছড়ী ড্রপগেইট এলাকায় দুর্ঘটনার পিছনে এই গাড়ীটি জরিত রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।