এবার একেবারে আধুনিক কায়দায় গাজা পাচার। বলা যায় সিনেমার কায়দায় গাজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক গাজার গাড়ি সহ চালক। রবিবার লেফুঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধার হয়। আটক করা হয় একটি গাড়ি এবং গাড়ির চালক সুজিত দেবকে। গাড়িতে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক মিটার বক্স রাখা ছিল। সেই বক্সে লুকিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা করা হয়।