বিশালগড় ঢাকার বাড়ি ব্লুফিনা জলের কোম্পানিতে খাদ্য দপ্তরের হানা।
ঘটনা বিবরণও জানা যায় শুক্রবার বিকেল ৪ টা নাগাদ বিশালগড় ঢাকার বাড়ি ব্লুফিনা জলের কোম্পানিতে খাদ্য দপ্তরের আধিকারিকদের হানা জানা যায় ব্লুফিনা জলের কোম্পানিতে ঘোটালা রয়েছে, সেই খবর পেয়ে শুক্রবার বিকেলে DCM সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা হানা দেয় ঢাকার বাড়ি ব্লুফিনা জলের কোম্পানিতে এই কোম্পানিতে হানা দিয়ে কোম্পানির সঠিক কাগজপত্র দেখাতে পারেনি খাদ্য দপ্তর আধিকারিকদের এবং একই ফার্মে লাইসেন্স দিয়ে অবৈধভাবে দুইটি কোম্পানির জল চালাচ্ছে, অস্বাস্থ্যকর পরিস্থিতি পাওয়া যায়।
ব্লুফিনা জলের কোম্পানি বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।