ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই! ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চালিতাবাড়ী এলাকায় তেলিয়ামুড়া-খোয়াই সড়কে রবিবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট নাগাদ।
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে যাওয়া একটি টমটম ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় চালিতাবাড়ী এলাকায়। এই সংঘর্ষে বাইক থেকে ছিটকে গুরুতর আহত হয় বাইকে থাকা বাইক চালক এবং আরোহী। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকার লোকজন এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের মাঝ পথ থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত সঞ্জীব দেববর্মা, সুজন দেববর্মার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে। আহত সঞ্জীব দেববর্মা এই যান দুর্ঘটনায় ভয়াবহভাবে রক্তাক্ত হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসারত রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে। রবিবার পড়ন্ত বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ যান দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা চালিতাবাড়ী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।