শনিবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই পাইপলাইন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া পাইপলাইন তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা। এই পাইপলাইনের মাধ্যমে হাই স্পিড ডিজেল বাংলাদেশে সরবরাহ করবে ভারত। প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল পরিবহণে সক্ষম এই পাইপলাইন।শনিবার বিকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এই পাইপলাইনের ব্যাপারে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল আজ। ভারত-বাংলাদেশ পাইপলাইন প্রকল্প শুরু হয়েথিল ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের উত্তর অংশের জেলাগুলির মাধ্যমে ১০ লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল সরবরাহ করা হবে। এর জেরে জ্বালানি সরবরাহের খরচ কমবে। কার্বন ফুটপ্রিন্টও কমবে বলে প্রধানমন্ত্রী জানান।”