খোয়াই চম্পাহাউর থানার ১০০ মিটার দূরত্বে ভুয়ো নম্বরের গাড়িতে ১৩০ কেজি গাঁজা সহ একাধিক ভুয়ো নম্বর প্লেট উদ্ধার হয় । বুধবার সকালে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদারের কাছে খবর আসে পরিত্যক্ত গাড়িতে গাঁজা আছে। সেই মোতাবেক অভিযান চালিয়ে মোট ৩৭ প্যাকেটে থেকে ১৩০ কেজি উদ্ধার করে পুলিশ।