ভোট উৎসবের দামামা বাজিয়ে বিজেপি দলের কর্মীরা উৎসবের মেজাজে সু-সজ্জিত রেলী অনুষ্ঠিত করলো তেলিয়ামুড়া’তে রবিবার বিকেল ৪ টা নাগাদ। এই সু-সজ্জিত রেলী’তে কর্মীদের পাশাপাশি দলীয় সমর্থকদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি রাজ্য প্রদেশ কমিটির সম্পাদক তাপস মজুমদার, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ বিজেপি দলের প্রতিটি সংঘটনের নেতৃত্ব’রা। ঘর ঘর বিজেপি এবং ঘরে ঘরে সুশাসন এই কর্মসূচিকে প্রাধান্য দিয়ে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে এক বিশাল সু-সজ্জিত রেলী অনুষ্ঠিত হয়। রেলী’তে ঢাক-ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ভোট উৎসবের দামামা বাজিয়ে দিল বিজেপি দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা রবিবার তেলিয়ামুড়ায়। এই রেলী’টি শুরু হয় তেলিয়ামুড়া টাউন হলের সামনে থেকে, পরবর্তীতে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া টাউন হলের সামনে এসে মিছিলটি পরিসমাপ্তি হয়।
মূলত বিজেপি দলের রবিবারের এই রেলী জন জোয়ারে ভাসলো গোটা তেলিয়ামুড়া শহর। তেলিয়ামুড়া বাসী দীর্ঘ বছর পর এমন জন জোয়ার প্রত্যক্ষ করলো তেলিয়ামুড়া’তে।
এ প্রসঙ্গে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,,,আমাদের শ্লোগান হলো ঘর ঘর বিজেপি অভিযান এবং হর ঘর সুসাশন। আমরা ঘরে ঘরে রাজ্য সরকারের সুসাশন পৌঁছে দিয়েছি। আগামী দিনেও এই সু-সাশনের কাজ অব্যাহত থাকবে। আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দল ৬০ টি কেন্দ্রেই বিজয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে। এমনটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিধায়িকা কল্যাণী রায়।