রবিবার রাতে কল্যাণপুর থানার অন্তর্গত রতিয়া এলাকায় সিপি আই এমের ভোট প্রচারে বের হয়ে আক্রান্ত দীপক দাস নামে ৪৭ বছরের এক সিপি আই এমের কর্মী দীপক দাস।।২০২৩ নির্বাচনকে সামনে বামেদের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় একটি বাইক মিছিল বের করা হয়।।সেই বাইক মিছিলে অংশগ্রহণ করেন সিপি আই এমের কর্মী দীপক দাস।। মিছিল থেকে বাড়িতে যান দীপক দাস।। সেখান থেকে নিজ দোকানে যাওয়ার পথে শাসক দল বিজেপির ২০ থেকে ৩০ জন কর্মী দীপক দাসকে বেধরক মারধর করে।ঘটনাস্থল থেকে পালিয়ে যান।। পরে দীপক দাসের পরিবারের লোকজন দীপক দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান।। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়।। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দীপক দাস নামে ওই সিপি আই এম কর্মী।। ঘটনার পর সিপি আই এম কল্যাণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে কল্যাণপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।। পাশাপাশি থানা ঘেরাও করে সিপি আই এমের কর্মীরা যদিও এই আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ বলেই জানান দীপক দাস।।