উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরে চলা হিংসার রেশ এবার সরাসরি রাজধানী দিল্লিতেও। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল উপজাতিদের একটা অংশ। তাঁদের অভিযোগ, কেন্দ্র সরকার মণিপুরে হিংসা রুখতে ব্যর্থ।কুকি-মেতেই সংঘর্ষে গত এক মাসেরও বেশি সময় ধরে অশান্ত পরিবেশ বজায় রয়েছে মণিপুর রাজ্যে। ‘মেতেই’ সংখ‌্যা গরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত‌্যাঘাতের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এদিকে আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ l যদিও এরপর পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দ্রুত বিক্ষোভ প্রত্যাহার করার ইঙ্গিত দিলেন কুস্তিগিররা।
Next post সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিলের মধ্যেই ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা
%d bloggers like this: