সিনেমার ভিলেন এসে যেমন ছাত্রীকে যেমন বাইক দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় ঠিক তেমনি প্রথম অবস্থায় দেখে মনে হচ্ছে মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেন শুটিং চলছে…. হঠাৎ করে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা চমকে ওঠেন না এটা সিনেমা নয় এটা বাস্তব। দূরে ছুটে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক। প্রত্যেকদিনের নেই বৃহস্পতিবারে ও শুরু হলো মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পটন পাঠন। স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাহানাজ বেগম স্কুলের মধ্যে প্রবেশ করে সমস্ত বই খাতা ব্যাগ বেঞ্চের উপর রেখে তার ক্লাসরুমের সামনে আসতেই বারান্দার মধ্যে দিয়ে দ্রুতগতিতে সিনেমার শুটিংয়ের মতোই মতিনগর এলাকার প্রাক্তন CPI(M)র প্রধান কামাল মিয়ার ছেলে ইয়ামিন মিয়া দ্রুত গতিতে বাইক নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকা নবম শ্রেণীর ছাত্রী শাহানাজ বেগমকে স্বজোরে ধাক্কা মারে স্কুলের বারান্দা থেকে সিনেমার স্টাইলে বাইক নিয়ে পালিয়ে যায়। ছাত্রী শাহানাজ বেগমের চিৎকার শুনে স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকরা দ্রুত ছুটে আসে আহত ছাত্রীর শাহানাজ বেগমকে দ্রুত নিয়ে যায় হাপানিয়া গভমেন্ট মেডিকেল কলেজে। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসেন স্কুলের SMC কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া সহ এলাকাবাসী। জানাযায় ইয়ামিন মিয়া এলাকায় উশৃংখলযুবক হিসেবে চিহ্নিত প্রতিনিয়ত তার হাতে একাধিকবার অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে থাকেন। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে প্রাক্তন সিপিআইএম প্রধান তথা তার পিতা কামাল মিয়া নাম দিয়ে এলাকায় বিভিন্নভাবে তাণ্ডব চালিয়েছেন। এই নিয়ে গোটা এলাকায় দেখাতে তীব্র উত্তেজনা অন্যদিকে ইয়ামিন মিয়া গা ঢাকাতে পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। তবে কি করে এই স্কুলের মধ্যে স্কুল চলাকালীন ইয়ামিন মিয়া প্রবেশ করে সে নিয়ে দেখা দিয়েছে স্কুলে গেটে দায়িত্বে থাকা ব্যক্তির উপর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দিন দুপুরে কেশ বাক্স ভেঙ্গে অর্থ লুট
Next post ৩৪ টি বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাব রয়েছে
%d bloggers like this: