মদমত্ত পুলিশের গাড়ী চালকের তান্ডবে গুরুতর আহত হয়েছেন দুজন যাত্রী সাথে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি তিন চাকার অটো এবং একটি মারুতি গাড়ী । ঘটনা মঙ্গলবার সকালে খোয়াই থানার অন্তর্গত চেবরী বাজারে । উল্লেখ্য যে সোমবার সকাল ১১ টা নাগাদ খোয়াই থানায় ব্যবহৃত TR01B0862 নাম্বারের একটি সরকারি কমান্ডার গাড়ি রামচন্দ্রঘাট থেকে খোয়াই যাবার পথে চেবরী বাজারে প্রথমে একটি তিন চাকার যাত্রীবাহী অটোতে সজোরে ধাক্কা মারে এবং পরে,একটি মারুতি ইকো গাড়িতে ধাক্কা দেয়, এতে করে গুরুতর ভাবে আহত হয় যাত্রীবাহী অটোতে থাকা দুজন যাত্রী এবং মারুতি ইকো গাড়ীটি ও ব্যাপক ভাবে ক্জদুলে তুলতে সক্ষম হয়েছেন একাধিক নেশা কারবারিদের,এমনকি নেশা বিরোধী অভিযানের মধ্য দিয়ে নেশা মুক্ত একটি সুন্দর সমাজ গড়তে খোয়াই থানার বিভিন্ন এলাকায় প্রয়াস কর্মসূচি করেছেন, তাহলে কি সমস্ত কিছুই কি ছিল লোক দেখানো এমনটাই একাংশ মহলের দাবি।যদি লোক দেখানো না হতো তাহলে এখন অব্দি নিজের থানাকেই কেন এখনও নেশামুক্ত থানা গড়তে ব্যর্থ,সাহসই বা পায় কি করে ডিউটিতে থাকাকালীন মদমত্ত অবস্থায় গাড়ী নিয়ে অন্ত্র ডিউটি করতে যাবার এই উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই আবার অভিমত গোটা ঘটনাই এক প্রকার সর্ষের মধ্যেই ভুত এর মত অবস্থা