রাস্তা সংস্কারের দাবিতে স্হানীয়দের জাতীয় সড়ক রাস্তা অবরোধ। জাতীয় সড়কের উপর পুকুর সমো গর্তে পড়ে একাধিক যানবাহন দূর্ঘটনা গ্রস্হ সহ চালক ও যাত্রীরা আহতের ঘটনায় ক্ষোভে পথ অবরোধ। দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধের পর ডিসি এমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার।ঘটনা ধর্মনগর মহকুমার শনিছড়ার লম্বা গাছ সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর।জানা গেছে সকাল থেকেই শনিছড়ার লম্বা গাছ সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর পুকুর সমো গর্তের ফলে পৃথক দুটি পথ দুর্ঘটনা সংঘটিত হয়। এমনকি এদিন একটি যাত্রীবাহী টমটম এই স্থানে দূর্ঘটনা গ্রস্ত হলে এক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।তখন ঐ এলাকার স্হানীয় জনগণ ক্ষোভে ফেটে এদিনই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন।পথ অবরোধকারীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,নদিয়াপুর শনিছড়া এলাকায় তিনটি পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন রয়েছে।সেই ক্রেশার মেশিনের মাটি বৃষ্টিতে ধুয়ে জাতীয় সড়কের উপর গড়িয়ে পড়ছে। তাতে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে ছোট বড় যান দূর্ঘটনার কবলে পড়ছে। তাছাড়া জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত পুকুর সমো গর্তে পরিনত হয়েছে। তাতে বর্ষা মৌসুমে বাড়ছে পথ দুর্ঘটনা। অবরোধকারীরা বলেন, সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সংস্কার করে ব্যাঙ্গের ছাতার মতো গজানো অবৈধ ক্রেশার মেশিন গুলো বন্ধ করতে হবে।অন্যথায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ চলবে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কোন কাজ হয়নি।পরে অবরোধের তিন ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর মহকুমার ডিসিএম সঞ্জীব দেবনাথ।ডি সি এম টানা দুঘন্টা পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে তাদের আশ্বাস করেন,তাঁদের দাবি গুলি শীঘ্রই দৃষ্টি সহকারে দেখা হবে। তাছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর সহ তাঁর কাছে সংস্কারের আবেদন জানানোর জন্য অবরোধকারীদের পরামর্শ দেন তিনি।।ডি সি এমের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন। অপরদিকে ডিসিএম স্থানীয় ক্রেশার মালিকদের ডেকে আপাতত জাতীয় সড়ক দিয়ে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।ডি সি এমের নির্দেশে ক্রেশার মালিকরা জেসিবি মেশিন এনে রাস্তার দুপাশে ড্রেনের কাজে হাত লাগান এবং পুকুর সমো গর্ত ভরাট করলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে এদিনের পাঁচ ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধ স্হলের উভয় পাশের কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যাত্রী ও পণ্য বাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।