বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তি ২০০৮ সালে ত্রিপুরা মেডিকেল কলেজে তার মরদেহ দান করেছিলেন।। মঙ্গলবার তার স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যু পর তার পরিবারের লোকজন মৃত দেহটি আই জি এম হাসপাতালে নিয়ে যায় lসেখান থেকে মৃতদেহটি জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে দিন ভর মৃতদেহ নিয়ে তালবাহানা করে বলে অভিযোগ l মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ সকাল থেকে তাদের হয়রানি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।। কোন ধরনের ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। অসহায় পরিবারটি এখন মৃতদেহের ডেথ সার্টিফিকেট অব্দি পাননি l অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় পরিবারটি।