রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার |পশ্চিম জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক সংগঠন ও পুলিশ প্রশাসনের কর্মীরা অংশগ্রহন করেছে । মূলত প্রত্যেকের সন্মিলিত প্রয়াসে রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যেই এই সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, রাজ্যে ঘটে যাওয়া গনধর্ষণ কাণ্ডের তীব্র নিন্দা জানান। আগামী দিনে মহিলা কমিশনের পক্ষ থেকে ধর্ষিতা সহ তার পরিবারের পাশে থাকবে এবং তাকে সর্বতোভাবে সাহায্য করবে পাশাপাশি প্রশাসন যাতে বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করে, কঠোর শাস্তির দাবি জানান |এই দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন প্রমূখ ।