মাত্র এক হাজার টাকা আদান-প্রদানকে ঘিরে যুবকের উপর প্রাণঘাতী আক্রমণ। বাড়ির লোকদের উপস্থিতিতেই ছুরির আঘাতে আহত ২৩ বছরের যুবক তরুণ কর্মকার বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা শনিবার রাতে বক্সনগর এলাকায়। জানা যায় গত কয়েকদিন আগে তরুণ বাড়ির একটি অনুষ্ঠানেও জন্য ৫০০০ টাকার বিনিময়ে সাউন্ড সিস্টেম ভাড়া করেছিল। যথারীতি অনুষ্ঠান শেষ হবার পর সাউন্ড সিস্টেম ফিরিয়ে দিলেও, প্রতিশ্রুতি মোতাবেক সেদিন ১০০০ টাকা বকেয়া ছিল। আর এই ১০০০ টাকা আদায় করার জন্য প্রতিনিয়ত সাউন্ড সিস্টেমের মালিক মাসুক মিয়া তরুণের উপর চাপ সৃষ্টি করে আসছে। এর মধ্যেই তরুণ ব্যক্তিগত কাজে কলকাতায় চলে যায়। কলকাতা থেকে ফিরে আসার পর শনিবার রাতে তরুণের বাড়িতে ছুটে যায় মাসুক সহ আরো তিন যুবক। সেখানে প্রথমে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা দেখা দেয় টাকা আদান-প্রদানকে ঘিরে। এর মধ্যেই আচমকা মাসুক মিয়া ছুরি দিয়ে আঘাত করে তরুণের পেটে। এতে রক্তাক্ত হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তরুণকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুত্ব হওয়ায় স্থানীয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবিতেই চলছে তরুণের চিকিৎসা। এদিকে ঘটনার পরেই তরুণের পরিবার মাসুক সহ ৩ যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ মূলে পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ওয়ার্ডে ওয়ার্ডে কম্বল বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
Next post ভোটের প্রাক্কালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো একটি চা-বাগান
%d bloggers like this: