আসন্ন ২০২৪ শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে এলাকার শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে মাদক বিরোধী অভিযানে নামে বামুটিয়া পুলিশ ফাঁড়ি। তারই অঙ্গ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।এই অভিযানের নেতৃত্বে ছিলেন বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া, এএসআই দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী।এই মাদক বিরোধী অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বানুটিয়া পুলিশ ফাঁড়ির এএসআই দীপক দাস পাশাপাশি তিনি জানান দুর্গা পূজায় যাতে মাদকের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই অভিযান জারি থাকবে।