অনেক শখ করে পরিশ্রম করে একটি মারুতি ইকু গাড়ি ক্রয় করেছিল আগড়তলা কলেজ টিলা নিবাসী বিষু দেব ৬০ গাড়িটি দীর্ঘদিন যাবত এক চালকের কাছে ভাড়া বাবদ দিয়ে রেখেছিল। অত্যন্ত বিশ্বাস করতেন বিশু দেব এই গাড়ি চালককে। অনেকদিন যাবত চাল ক এই গাড়িটি চালিয়ে নিজে যেমন সংসারের ভরণ পোষণ জোগাড় করতেন তেমনি মালিক বিশু দেব কেও গাড়ির আয় হাতে এনে নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে দিতেন। মালিক যেমন বিশ্বাস করত চালক বিশালগড় নেহাল চন্দ্রনগর নিবাসী আশিস দেবনাথ কে তেমনি আসিস ও প্রচন্ড বিশ্বাস এবং শ্রদ্ধা করতেন তার গাড়ির মালিক বিশু দেবকে। হঠাৎ করে কি এমন হলো যে গাড়ি চালক আসিস তার মালিকের গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিক্রি করে দিল??/গাড়ি চালক আশিস দেবনাথ গতকাল অর্থাৎ শনিবার দিন বিশুদেবের গাড়ির গ্যাস সিলিন্ডার টি ২৫ হাজার টাকায় বিশালগড় বিক্রি করে দেন। চালক আসিস দেবনাথ গ্যাস সিলিন্ডারটি বিক্রি করে দেওয়ার পর মারতি ইকো গাড়িটি টি আর ০১ AD 0537 গাড়িটিকে আগরতলার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে চলে যায় বিশালগড়। গাড়ির মালিক বিশুদেব রবিবার দিন তার গাড়িটি আগরতলার একটি পরিত্যক্ত জায়গায় খুঁজে পেয়ে যখন গাড়িটি স্টার্ট করতে যান গিয়ে দেখেন গাড়িতে গ্যাস সিলিন্ডার নেই গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়িতে বসে মালিক অবাক হয়ে যান। কোথায় গেল গ্যাস সিলিন্ডারটি। বুঝতে অসুবিধা হয়নি মালিক বিশুদেবের। উনি বুঝতে পেরেছেন চাল ক গাড়ির গ্যাস সিলিন্ডার টি ২ নম্বরই পথে বিক্রি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি উনার সোর্স মারফত সমস্ত খবর সংগ্রহ করে জানতে পারেন যে গাড়ির চালক আশিস দেবনাথ তার গাড়ির গ্যাস সিলিন্ডার টি বিক্রি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি গাড়ি চালক আশিস দেবনাথকে নেহাল চন্দ্রনগর একটি বাড়ি থেকে নিজে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে। মালিক এবং বিশালগড় থানার পুলিশকে গাড়ি চালক আশীষ দেবনাথ জানিয়েছে যে সে নেশার কোটার সামগ্রী সংগ্রহ করার জন্য গাড়ির সিলিন্ডারটি বিক্রি করে দিয়েছে। বিশালগড় থানার পুলিশ আশিস দেবনাথ কে বিশালগড় থানায় আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ কিছু বলতে চাইছে না। তবে আশীষ দেবনাথ কে চাপ দিলে অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে বলে তথ্য বিজ্ঞ মহলের ধারণা। এমন যদি হয় তাহলে আর কোন গাড়ির মালিক বিশ্বাস করে কোন চালককে নিজের কষ্টের পয়সা দিয়ে ক্রয় করা গাড়ি চালাতে হয়তো দেবেন না এমনটাই বিশালগড়বাসীর মুখে মুখে। তবে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে আশীষ দেবনাথ কে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে।