নির্বাচনের ফলাফল ঘোষনা হবার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মরত মিড ডে মিল কর্মীদের একাংশকে সম্পূর্ণ অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এবার এমনই অভিযোগ এনে সোচ্চার হল সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। তাদের অভিযোগ ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মিড ডে মিল কর্মীকে অনৈতিকভাবে কোন ধরনের কারণ ছাড়া ছাঁটাই করা হয়েছে। এতে করে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ছেন ছাটাই কৃতকর্মীরা। মিড ডে মিল কর্মীরা এখন যেন সেই আতঙ্কেই ভুগছেন। তাই অবিলম্বে অনৈতিকভাবে ছাটাই বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি নিয়ে সোমবার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ অধিকর্তার দ্বারস্থ হলেন ইউনিয়নের এক প্রতিনিধি দল। অধিকর্তার সাথে মিলিত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা মিড ডে মিল কর্মীদের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বলে জানালেন ইউনিয়নের সভানেত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এবার থানার লকআপ থেকে পালিয়ে গেল এক নেশা কারবারি!
Next post প্রেমিকের খোঁজে বিলোনিয়ায় এসে আবার চেন্নাইতে ফিরে যেতে হচ্ছে সাহেরা সাম্মা নামে এক যুবতিকে। বয়স ২১ বৎসর। বাড়ি মেঘালয়ে।
%d bloggers like this: