খোয়াই মিলনতন্তু সমবায় সমিতি কার্যালয়ের টিউবওয়েল কল নিয়ে গেল চোরের দল,উল্লেখ্য যে গত ২৫ বছরের বাম জামানায় এই মিলনতন্তু সমবায় সমিতি কার্যালয়ে ছিল কোন ধরনের শৌচাগার কিংবা পানীয় জলের ব্যবস্থা, দীর্ঘদিন বহু দুর্ভোগের মধ্যদিয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন সমিতির কর্মচারী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর তথা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এই দপ্তরের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন জাম্বুরা এলাকার বিজয় কুমার দেবনাথ এবং খোয়াই পৌর পরিষদের কাছে বিশেষ আবেদনর পর খোয়াই পৌর পরিষদের মাধ্যমে খোয়াই অফিসটিলাস্তিত মিলনতন্তু সমবায় সমিতি কার্যালয়ে মাস কয়েক আগে নির্মাণ করা হয় শৌচাগার এবং পানীয় জলের জন্য বসানো হয় একটি টিউবওয়েল কল। কিন্তু গত মঙ্গলবার রাতে ওই টিউবওয়েল কলটি খোলে নিয়ে যায় চোরেরদল,অন্যদিকে পরের দিন সকালে কর্মীরা অফিসে এসে দেখতে পায় টিউবওয়েল কলটি নেই সাথে সাথে খবর দেওয়া হয় দপ্তরের চেয়ারমেন বিজয় কুমার দেবনাথ সহ স্থানীয়দের , বিজয় কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলে খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ জানান,খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মামলা হতে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা যায়।অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ মিলনতন্তু সমবায় সমিতি কার্যালয়টি বাউন্ডারি বিহীন এবং,নির্জন এলাকা হওয়াতে প্রতিদিন অফিস বন্ধের পর সন্ধার সাথে অফিস চত্বরে স্থানীয় কিছু উশৃংখল যুবক আড্ডায় মিলত হয় এবং গভীর রাত পর্যন্ত চলে মদের আসর । এলাকাবাসীর আরও দাবী পুলিশ যদি এই ঘটনার সঠিক তদন্ত করেন তাহলে এই ঘটনায় যারা জড়িত রয়েছে এবং চুরি যাওয়া টিউবওয়েল কল খুব তারাতারি উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।