বর্তমানে রাজ্যে রক্তের সঙ্কট চলছে। রক্তের অভাবে প্রতিদিন মুমূর্ষু রোগীর মৃত্যু হচ্ছে রাজ্যে । এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সকলকে রক্তদান নামক মহৎ দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যুজুরে এখন চলছে রক্তদান শিবির। এরই প্রেক্ষিতে শনিবার সকালে একের রক্তে অন্যের জীবন , রক্তই হোক আত্মার বাঁধন, এই শ্লোগানকে সামনে রেখে ‘’’শ্রেষ্ঠ ভুবন” সামাজিক সংস্থার উদ্যোগে জিবি ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি দলের নেতৃত্ব সুবল ভৌমিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস ও দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ আরও অনেকে।এদিন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ই এম আইয়ের মাধ্যমে বাইক কিনে দেওয়ার নাম করে একটি বাইক চোর চক্রকে অবশেষে আটক করলো পুলিশ।
Next post আই টি টি এন্ট্রান্স পরীক্ষায় অল ইন্ডিয়া এন্ট্রান্সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বিশ্বজিৎ দেবনাথ।
%d bloggers like this: