ফের একবার চাকরিতে নিয়োগ সংক্রান্ত দাবিতে শনিবার সকালে এস টি জি টি বেকার যুবক-যুবতীরা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বাস ভবনে যায়। এরপর ৫ জনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে প্রথমে দেখা করার কথা থাকলে ও পরবর্তী সময় তাদেরকে মহাকরণে দেখা করার কথা বলা হয় বলে বেকাররা জানায় l এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা এক বেকার জানায়, আমরা অনেক আশা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি l আমাদের মধ্যে অনেকে ভোর চার টায়, আবার অনেকে ভোর 5 টায় ও এসেছি l শুধু আজ নয়, আমরা এর আগেও চার পাচ বার এসেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে l 6 বার উনার কাছে অ্যাপ্লিকেশনও দিয়েছে l কিন্তু কোন কাজ হয় নি l প্রত্যেক বার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে l আজও এক রকমই হয়েছে বলে সে জানায় l