অত্যন্ত দারিদ্রতার মধ্যেও নিজের লক্ষ্যে পৌঁছাতে চায় সালকা দেববর্মা। মাধ্যমিক উত্তীর্ণ ওই ছাত্রের বাড়ি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায়। কিন্তু তারা জম্পুইজলা নবসর্দার পাড়ায় বসবাস করছে। সালকা দেববর্মা মাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে রাজ্যের উপজাতি অংশের পরীক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থানে আছে বলে দাবি করেছেন তার বাবা উত্তম দেববর্মা। তিনি আবার ১০৩২৩’র একজন শিক্ষক। চাকরি হারানোর পর বাড়ির পাশে ছোট দোকান খুলেছেন। কিন্তু এভাবে ছেলেকে বিজ্ঞান বিভাগে পড়াতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত।