আগাম ঘোষণা অনুসারে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হল সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত গুড়ো মশলা সুলভ মূল্যে সরবরাহ অনুষ্ঠানের। অনুস্থানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দফতরের অন্যান্য আধিকারিকরা। খাদ্য, জন সংরভন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী বলেন, রাজ্যের রেশনিং ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। তা একমাত্র সম্ভব হয়েছে বিজেপি সরকারের কারনেই । কিন্তু অনেকেই রাজ্যবাসিকে নানা কিছু বলে বিভ্রান্ত করার চেস্টা করছে। তাই গুজবে কান না দেওয়ার জন্য জন সাধারনের কাছে আহবান জানিয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেশনিং ব্যবস্থা উন্নত হলে এক্ষেত্রে জন সাধারনেরও সুবিধা হবে। মুলত রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই রান্নার কাজে ব্যবহৃত গুড়ো মশলা এখন নায্য মূল্যে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানান।