রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শনিবার থেকে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে শুরু হল শ্রী শ্রী জগন্নাথ দেবের ৬০ তম রথযাত্রা উৎসব। ৯ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী তুলে ধরেন মেলাঘরের জগন্নাথ বাড়ির ইতিহাস বলেন নতুন প্রজন্মকে সেই ইতিহাস মনে রাখা দরকার। পাশাপাশি তিনি গত বছরের কুমারঘাট এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন সম্প্রতির এই মিলনক্ষেত্রে আনন্দের মধ্যে যেন কোন বিষাদের সুর না বাজে সেই দিকে সকলের প্রতি আবেদন রাখেন একটু সজাগ দৃষ্টি রাখার জন্য। এছাড়াও তিনি দেশের কৃষ্টি সংস্কৃতিকে মনে করিয়ে দিতে পুরান প্রসঙ্গ তুলে ধরেন বলেন পুরানেও উল্লেখ রয়েছে এই রথযাত্রা উৎসবের । তাই তিনি আগামী দিনগুলিতে সমগ্র রাজ্যবাসীকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু এবং সজাগ দৃষ্টি রেখে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার দুই বিধায়ক কিশোর বর্মন এবং বিন্দু দেবনাথ সিপাহীজলা জেলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক নাগেশ কুমার প্রমূখ। উল্লেখ্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুরো পরিষদের উদ্যোগে আয়োজিত ন’দিনব্যাপী এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় মোট ৪০০ টি স্টল তাদের প্রশরা সাজিয়ে বসেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নিজের স্ত্রীকে ঘুমে রেখে পরস্ত্রীকে গোপনে বিয়ে আইন রক্ষকের; থানায় মামলা
Next post মনিপুরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
%d bloggers like this: