মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে বুধবার থেকে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে রাজধানীর কৃষ্ণনগর আকাডেমির অফিস বাড়িতে। তিনদিন ব্যাপী আয়োজিত এই শিবিরে রাজ্যের দাবাড়ুদের প্রশিক্ষণ দেবেন ভারতীয় যুব দলের কোচ তথা ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত। ২১ থেকে ২৩শে জুন পর্যন্ত দুই বিভাগে চলবে এই শিবির।শিবিরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের মেট্রিক্স চেস আকাডেমির কোচ কিরীটী দত্ত-র সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন রাজ্য এবং জাতীয় আসরকে সামনে রেখেই ওই শিবিরের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।