শান্তির বাজার বিলোনিয়া যাতায়তের রাস্তায় গাড়ীতে গাছ ভেঙ্গে পরে আহত এক,ঘটনার বিবরনে জানা যায় শনিবার শান্তির বাজার মহকুমার বনদপ্তরের আধিকারিকের অফিস সংগ্ন এলাকায় বনদপ্তরের অফিস থেকে আচমকা একটি গাছ ভেঙ্গেপরে। সেইসময় টি আর ০৩ এইচ ০৩৯৮ নাম্বারের গাড়ী বিলোনিয়া থেকে শান্তির বাজারের উদ্দ্যেশ্যে আসছিলো । গাছটি গাড়ীর উপর ভেঙ্গে পরাতে গাড়ীচালক বিপ্লব মল্ল আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত যুবককে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। এই গাছটি ভেঙ্গে পরায় দীর্ঘ অনেক সময় যাবৎ যানচলাচল স্তব্ধহয়েপরে। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনদপ্তরের কর্মীরা। পরবর্তীসময় বনদপ্তরের কর্মীরদের সহযোগীতায় গাছটি কেটে রাস্তা পরিষ্কার করাহয়। এই রাস্তার পাশে বর্তমান সময়ে অনেকগুলো গাছ শুকানো অবস্থায় রয়েছে। যে কোনোসময় এইগাছ গুলো ভেঙ্গে পরার আশঙ্কা রয়েছে। এইরাস্তা দিয়ে প্রতিনিয়ত অনেকলোকজন যাতায়তকরে। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটেযেতে পারে। এলাকার লোকজনদের দাবী রাস্তার পাশে এইগাছগুলো যেন কেটে ফেলাহয়। নাহলে আগামীদিনে গাছভেঙ্গে পরে প্রান হারাতে হবে লোকজনদের। এখন দেখার বিষয় দুর্ঘটনা এরাতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post করোনা ভ্যাকসিনের নামে সাড়ে ৩ লাখ লুট !
Next post মরণফাঁদে পরিনত রাজ্যের লাইফ লাইন!
%d bloggers like this: